ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়

স্থাপিত: ০১/০১/১৯৯৪ খ্রিঃ. EIIN: 107773, BTEB CODE: 72032, Inst. Number: 0408031202
নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা,ফোন : 01862049050, ই-মেইল: ghilacharihschoolnaiarchar@gmail.com

প্রতিষ্ঠানের ইতিহাস

প্রকাশিত হয়েছে: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 573 বার

জনশ্রুতি আছে যে, সাবেক্ষ্যং গ্রামের নানিয়ারচর (প্রকাশ নান্যাচর)- এর তৎকালীন জমিদার প্রয়াত কৃষ্ণ মোহন খীসার উদ্যোগে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় ১৯৩৭ খ্রিষ্টাব্দে “নানিয়ারচর এমই স্কুল” নামে। তখন উচ্চ শিক্ষার জন্য কোন জুনিয়র এবং হাই স্কুল ছিল না। তবে লোকমুখে শোনা যায় ১৯৬৭ সালের দিকে খামারপাড়া গ্রামের প্রয়াত কামিনী কুমার চাকমা এবং এলাকার কয়েকজন শিক্ষানুরাগী কর্তৃক সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয় নানিয়ারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। যা ০১/০১/১৯৬৮ খ্রিঃ তারিখে সরকার কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে। পরবর্তিতে ১৫/০২/১৯৭৯ খ্রিঃ তারিখে নবম শ্রেণিতে পাঠদানের অনুমতি, ২৭/০৩/১৯৮২ খ্রিঃ তারিখে সাময়িক একাডেমিক স্বীকৃতি এবং ০১/০১/১৯৮৩ খ্রিঃ তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্তর পরিবর্তণ অনুমোদন লাভের পর ০১/০৭/১৯৮৪ খ্রিঃ তারিখে এমপিওভূক্ত হয়। বিদ্যালয়ে কম্পিউটার ও কৃষি শিক্ষা বিষয়সহ  বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে।

বিদ্যালয়টি বর্তমানে নানিয়ারচর উপজেলা সদরে ৬০ নং ছয়কুড়িবিল ও ৬১ নং মাইচছড়ি মৌজার ৫.২০ একর জমির উপর চেঙ্গী নদীর পাশ দিয়ে ছয়কুড়ি বিলের ধারে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ বর্ষা ও শুষ্ক মৌসুমে প্রতি বছর দুই রূপ ধারণ করে।

নিউজ ও ইভেন্ট

২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় বিদ্যালয়ের গড় হার ৭৫.২৬%, জিপিএ-৫ পেয়েছে ৬ জন!

ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার পাশের ...বিস্তারিত

নিউজ ও ইভেন্ট

২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় বিদ্যালয়ের গড় হার ৭৫.২৬%, জিপিএ-৫ পেয়েছে ৬ জন!

ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে ...বিস্তারিত